ইমাম খাইর, সিবিএন:
রামু উপজেলার খুনিয়ায় পালং ইউনিয়নের সমুদ্র তীরবর্তী পেচারদ্বীপ এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে খাল ভরাট করার অভিযোগে মারমেইড বীচ রিসোর্টকে ১ লক্ষ টাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডকে ১ লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়সহ অন্যান্যরা।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এর নেতৃত্বে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুুপরে অভিযান পরিচালিত হয়।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
এসময় জব্দ করা হয় একটি এক্সেভেটর, একটি ড্রেজার, ৩০টি পাইপ।
একই সঙ্গে অবৈধ কর্ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, জেলা প্রশাসনের পেশকার মো. জসীম এবং ১৫ আনসার ব্যাটেলিয়ন উপস্থিত ছিলেন।