এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার আটার ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার সমন্বয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।২০ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উন্নয়ন মেলার এ প্রস্তুতিসভা অনুষ্টিত হয়।উক্ত প্রস্তুতি সভায় উন্নয়ন মেলার সার্বিক বিষয় ও করণীয় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।এছাড়াও মেলার বিষয় নিয়ে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী,উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:ফেরদৌসি বেগম,উপজেলা সমবায় কর্মকর্তা এম.এ মন্নান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের আহসান,সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম,সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুলসহ সংশ্লিষ্ট দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে,সারা দেশের ন্যায় সরকারের গৃহীত প্রদক্ষেপের আলোকে আগামী ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ৩ দিনব্যাপী চকরিয়া
উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ পাশ্বোক্ত কমিউনিটি সেন্টারের মাঠে এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ষ্টল,চকরিয়া পৌরসভা ও আটার ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন এনজিও সংস্থার ষ্টলসহ সরকারী-বেসরকারী দফতরের ৬০টি ষ্টল স্থাপন করা হবে। মেলায় নিজ নিজ দফতরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রাপ্ত সেবা তুলে ধরা হবে।আগামী ৯জানুয়ারী এ মেলার উদ্ধোধন করা হবে।ওইদিন সকাল ১০টায় এ উপলক্ষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানে নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যাালি অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।