বঞ্চিত মানুষের কথা বলে অবহেলিত জনপদকে এগিয়ে নিয়ে যাচ্ছে “সিএসবি ২৪ ডটকম”

বার্তা পরিবেশক ॥

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম বলেছেন, তথ্য প্রযুক্তির এ যুগে মিডিয়া সব সময় বঞ্চিত মানুষের কথা তুলে ধরে। বর্তমানে অনলাইন গণমাধ্যম ঘটনার প্রবাহের পরপরই মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছে। মানুষ প্রতিমুহুর্তে অনলাইন গণমাধ্যম ভিজিট করে দেশ-বিদেশের খবর মুহুর্তেই জেনে যাচ্ছে। তাই কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম “সিএসবি ২৪ ডটকম” বঞ্চিত মানুষের সুখ-দু:খের কথা তুলে ধরেই এ জনপদকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, রোহিঙ্গার ভারে নুঁয়ে পড়েছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ। রোহিঙ্গা সংকটের খবর প্রতিদিন অনলাইন নিউজ “সিএসবি ২৪” দেশ ও বর্হিবিশ্বে তুলে ধরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কোটবাজার এন. আলম শপিং কমপ্লেক্সের “সিএসবি ২৪ ডটকম” অফিস পরিদর্শনকালে উপস্থিতির উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন। উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগম সিএসবি ২৪ ডট কম কার্যালয়ে পৌঁছলে প্রকাশক ও সম্পাদক পলাশ বড়–য়া, নির্বাহী সম্পাদক গফুর মিয়া চৌধুরী, মো: আয়াজ, দীপ্ত বড়–য়া তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা (অব:) ও সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উখিয়া উপজেলা কমান্ড, জাফর আলম চৌধুরী। তিনি প্রায় ঘন্টাব্যাপী সিএসবি কার্যালয়ে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।