বার্তা পরিবেশক :

হ্নীলা একাডেমী মেধাবৃত্তি পরীক্ষা বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে হ্নীলা প্রিক্যাডেট স্কুল, আল ফালাহ একাডেমী ও পানখালী আজিজিয়া এশাতুল কোরআন মাদ্রাসা শীর্ষে রয়েছে।

২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশ ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মেধাবৃত্তি পরীক্ষা কমিটির প্রধান উপদেষ্টা,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হোছাইন হেলালী। এরপর ১০টায় হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা হলরোমে হ্নীলা একাডেমী মেধাবৃত্তি পরীক্ষা আরম্ভ হয়। এতে হ্নীলা ইউনিয়নের প্রাইমারী, এবতেদায়ী ও কেজি স্কুলের ৩০টি প্রতিষ্ঠানের ১শ ৬৫জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। উক্ত পরীক্ষার হল পরিদর্শন করেন টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা একাডেমী মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি মাষ্টার শব্বির আহমদ, সহসভাপতি মাষ্টার মুহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হোছাইন হেলালী, হ্নীলা একাডেমীর সভাপতি আনোয়ারুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক মুফিজুর রহমান কাননসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মাষ্টার মুহাম্মদ ছলাহ উদ্দিন। হল সুপারের দায়িত্ব পালন করেন জয়নাল আবেদীন ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মাষ্টার আব্দুল মজিদ এবং অনুসন্ধান ডেস্কের দায়িত্ব পালন করেন মাষ্টার নুরুল হোছাইন ভূট্টো। বিকালে পরীক্ষার খাতা পর্যবেক্ষণ শেষে রাত ৮টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে হ্নীলা প্রিক্যাডেট স্কুল প্রথম ও ৩য় ট্যালেন্টপুলসহ ৫টি, হ্নীলা আল ফালাহ একাডেমী ২য় ট্যালেন্টপুলসহ ৫টি, হ্নীলা বার্মিজ ও লেদা সরকারী প্রাইমারী স্কুল সাধারণ গ্রেডে ১টি করে বৃত্তি লাভ করেন। অপরদিকে ইবতেদায়ী মাদ্রাসা বিভাগে পানখালী আজিজিয়া এশাতুল কোরআন মাদ্রাসা ১ম ও ২য় ট্যালেন্টপুলসহ ৫টি, রসুলাবাদের আজিজিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ৩য় ট্যালেন্ট, হোয়াব্রাং ঈমাম আবু হানিফা (রাঃ) দাখিল মাদ্রাসা সাধারণ ও সম্পূরকে ১টি করে মোট ২টি বৃত্তি এবং রঙ্গিখালী দারুল উলুম ফাঁজিল মাদ্রাসা সাধারণ গ্রেডে ১টি বৃত্তি লাভ করেন। শান্তিপূর্ণ পরিবেশে এই প্রথম আয়োজিত হ্নীলা একাডেমী মেধাবৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।