বিনোদন প্রতিবেদক:
গান ও স্টেজ শো নিয়ে বরাবর ব্যস্ত সময় কাটালেও কিছুদিন একপ্রকার অন্তরালেই ছিলেন ‘সরলতার প্রতিমা’সহ অসংখ্য জনপ্রিয় গানের কন্ঠশিল্পী খালিদ। নতুন গান, স্টেজ কিংবা টিভি অনুষ্ঠানে তাকে আগের মতো আর দেখা যাচ্ছিল না। সুসংবাদ হলো আবার গানে ফিরেছেন খালিদ।
‘ভালোবাসো আর নাইবা বাসো’ শিরোনামে নতুন একটি গানে সম্প্রতি কন্ঠ দিয়েছেন জনপ্রিয় এ কন্ঠশিল্পী। শামীম আশিকের সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন তারেক বিন ফিরোজ। গত মঙ্গলবার (১৯-১২-২০১৭) সন্ধ্যায় মোহাম্মদপুরের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।
গানটি প্রসঙ্গে খালিদ বলেন, কথা ও সুর পছন্দ না হলে আমি সাধারনতো গান করিনা। এ কারণে আমার নতুন গানের সংখ্যাও তুলনামুলক কম। ‘ভালোবাসো আর নাইবা বাসো’ গানটির কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। গানটির কথা যেমন সুন্দর তেমনি এর সুর ও সঙ্গীতায়োজন একেবারেই আলাদা। অনেকদিন পর ভালোলাগার মতো একটি কাজ করলাম। শ্রোতারা গানটি শুনে নিরাশ হবেন না বলতে পারি।
গানটির গীতিকার তারেক বিন ফিরোজ বলেন, আমার লেখা প্রতিটি গানের মধ্যেই গল্প লুকিয়ে থাকে। ‘ভালোবাসো আর নাইবা বাসো’ গানটিও তেমন। খালিদ ভাই গানটি চমৎকার গেয়েছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, ‘ভালোবাসো আর নাইবা বাসো’ গানটি আসছে নতুন বছরে জনপ্রিয় একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বাজারে আসবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।