শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর: কক্সবাজার সদরের পশ্চিম পোকখালী থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল দশটার দিকে শাশুর বাড়ি থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী স্থানীয় ছৈয়দনুরের পুত্র আবদুল জব্বারের স্ত্রী ও ২ সন্তানের জননী রাশেদা আক্তার। তবে হত্যা নাকি আত্নহত্যা এ নিয়ে চলছে ব্যাপক চাঞ্চল্য। রাশেদার বাবা শাহজাহানের দাবী পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে নাটক সাজিয়েছে শাশুর বাড়ীর লোকজন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল এসে স্বামীর বাড়ির রুমের ভিমের সাথে উড়না পেচনো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।সুরহতাল রিপোর্ট তৈরী পুর্বক ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। |
Quick Reply |