বর্তমানে সেন্টমার্টিনে পুরোদমে পর্যটক গমণ শুরু হয়েছে। সেন্টমার্টিনে পর্যটক পরিবহণ করছে ভিন্ন কোম্পানির কয়েকটি জাহাজ। এর মধ্যে কয়েকটি জাহাজ অতিরিক্ত যাত্রী বহন করছে। এর কারণে ১৯ ডিসেম্বর এলসিটি কুতুবদিয়া জাহাজ থেকে একজন পর্যটক সাগরে পড়ে যায় বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে। এটার কারণে পর্যটনশিল্পে বিরূপ প্রভাব পড়বে। তাই সম্মানিত ট্যুর অপারেটরদের প্রতি আমাদের আহ্বান- যে সব জাহাজ অতিরিক্ত যাত্রী পরিবহণ করছে সেসব জাহাজ থেকে আপনারা টিকিট ক্রয় করবেন না। একই ভাবে জাহাজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান হচ্ছে- আপনারা অতিরিক্ত যাত্রী পরিবহণ করবেন না। একই সাথে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করুন।
সতর্কতায় টুয়াকের পক্ষে
এম.এ হাসিব বাদল
আহ্বায়ক- টুয়াক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।