হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফ উপজেলায় প্রতিষ্ঠান পর্যায়ে প্রাথমিকের বই বিতরণ শুরু হয়েছে। পুর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে টেকনাফ উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে অনানুষ্টানিকভাবে ২০১৮ শিক্ষা বছরের সরকার কতৃক সরবরাহকৃত বিনা মুল্যের পাঠ্য বই বিতরণ শুরু হয়।
টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী বলেন ‘১ জানুয়ারী বই উৎসব। সারা দেশ ব্যাপী এক যোগে পালিত হবে এ উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বরপুর্ণ ও আনুষ্টানিকভাবে বই বিতরণ উৎসব উদ্বোধন করবেন। অনুরুপভাবে টেকনাফেও ১ জানুয়ারী প্রতিষ্টান পর্যায়ে আনুষ্টানিকভাবে বই বিতরণ উৎসব উদ্বোধন করা হবে। দেশের কোটি কোটি শিশু নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হবে। এবারে টেকনাফ উপজেলায় ১ম শ্রেনীর ৩টি করে মোট ৮ হাজার ১৮০ সেট, ২য় শ্রেনীর ৩টি করে মোট ৮ হাজার ২৫০ সেট, ৩য় শ্রেনীর ৬টি করে মোট ৯ হাজার ১৫ সেট, ৪র্থ শ্রেনীর ৬টি করে মোট ৭ হাজার ৮৯০ সেট, ৫ম শ্রেনীর ৬টি করে মোট ৬ হাজার ২১৫ সেট, সর্বমোট ১ লক্ষ ৮৭ হাজার ৬৯০ পিস পাঠ্য বই বরাদ্দ পাওয়া গেছে। বইয়ের কোন সংকট নেই। তবে বৌদ্ধ ধর্মের বই এখনও আসেনি’।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।