চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলায় এক শিক্ষককে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ দ্বিতীয় দিনের মতো চলছে।
মঙ্গলবার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শহরগামী শিক্ষকদের কোনো বাস ছেড়ে যায়নি। অন্যদিকে শহর থেকেও ক্যাম্পাসের উদ্দেশ্যে কোনো ট্রেন আসতে দেখা যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার ট্রেন বটতলী থেকে ঝাউতলা স্টেশনে আসলে আটকে দেয় অবরোধকারীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, অবরোধকারীরা ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ক্যাম্পাসের উদ্দ্যেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. শফিউল আযম বলেন, “অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক বাস ছাড়েনি।”
এদিকে শাটল ট্রেন আটকে দেয়ার বিষয়ে ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাব উদ্দীন জানান, অবরোধকারীরা সকাল সাড়ে ৭টার ট্রেন ঝাউতলায় আটকে দিয়েছে। এছাড়া সকাল ৮টার ট্রেনও বটতলী থেকে ছাড়ে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।