প্রেস বিজ্ঞপ্তি:

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেছেন, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। যে কারণে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্তে উপনীত হতে হবে ২০২০ ও ২১ সালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় স্বাধীনতা পক্ষের শক্তি থাকবে, না বিপক্ষের শক্তি।

১৮ ডিসেম্বর সোমবার কক্সবাজার মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনের স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. তাপস রক্ষিত। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা এবি ছিদ্দিক খোকন। এতে আরও স্মৃতিচারণ করেন কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার মো. শাহাজান, জেলা আওয়ামী লীগ নেতা প্রকৌশলী বদিউল আলম, ৯০’র ছাত্র আন্দোলনের নেতা জাবেদ মো. শামসুল হুদা ও পৌর আওয়ামী লীগ নেতা হাসান মেহেদি রহমান।

৪র্থ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অংকুর শিল্পী গোষ্ঠি, শব্দায়ন আবৃত্তি একাডেমি, কক্সবাজার শিল্পী গোষ্ঠি ও গণমুখ থিয়েটার। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঢাকার জাতীয় শিল্পী অনিমা মুক্তি গোমেজ।