নিজস্ব প্রতিবেদক :
রামুর গর্জনিয়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গত শনিবার প্রত্যুষে ইউনিয়নের একমাত্র শহীদ মিনারে শোভাযাত্রার মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন বিএনপি ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল সরব। পরে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও গর্জনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী। গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ইউপি সদস্য মনিউল আলম, ফরিদুল আলম, নাজিম উদ্দিন, আব্দুল জলিল, ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুল হক আজিজ, সহসভাপতি আবু তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাঈল হোসাইন, যুবদল নেতা সাইমুন হাপসান মানু, মোহাম্মদ আজিজ, মুফিজুর রহমান, মোহাম্মদ আজিম, জসিম উদ্দিন হেলালী, আবু বক্কর, জয়নাল আবেদীন, ছাত্রদল নেতা ওয়াসিমুল আলম চৌধুরী, নুরুল আবছার, ফরিদ, মাহিন, মহিউদ্দিন প্রমূখ।
গর্জনিয়ায় বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিজয় দিবস পালন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।