সিবিএন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার আসছেন। দুই দিনের সফরে তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বেসরকারী একটি বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার এর উদ্দেশ্যে রওয়ানা দেবেন। মন্ত্রী পৌনে ১ টায় উখিয়া ও টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ২টায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের চিকিৎসাসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করবেন। সন্ধ্যা ৬টার দিকে জেলার স্বাস্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন নাসিম। কক্সবাজার সার্কিট হাউজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।
২০ ডিসেম্বর বেলা ১ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
মন্ত্রীর একান্ত সচিব খাজা আব্দুল হান্নান স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।