সংবাদদাতা:
মহেশখালীর ঘটিভাঙ্গা এলাকার ৫টি চিংড়িমহালের ইজারা বাতিলের প্রক্রিয়া স্থগিত রাখতে রুল ইস্যু করেছেন উচ্চআদালত। একই সঙ্গে আগামী ৩ মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়া হয়েছে।
রীট পিটিশন মামলা নং-১৮২৫৪/২০১৭ নং শুনানী শেষে আদালতের ডিভিশন বেঞ্চের বিচারক বিচারপতি দস্তগীর হোসাইন ও বিচারপতি আতাহর রহমান ১৩ ডিসেম্বর এ আদেশ দেন।
মামলার পক্ষে শুনানী করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন কক্সবাজারের পেকুয়ার কৃতি সন্তান জয়নুল আবেদীন এন্ড এসোসিয়েটস এর সদস্য এডভোকেট মোহাম্মদ রায়হান আলম।
এর আগে আদালতে রীট পিটিশন দায়ের করেন জমির ইজারা মালিক হাজি জমির আহমদ, আকতার কামাল গং।
মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, আবেদনাকারীরা দীর্ঘদিন ধরে ঘটিভাঙ্গা মৌজার বি.এস ২০০৪, ১৩৯৭, ১৩৯২, ১৫/৩০০১/১, ২০৫৮/১ নং দাগের জমি সংক্রান্তে এস.টি মামলা নং-৪৮/২০০৪-২০০৫ ইং, ১০/২০০৬-২০০৭ ইং, ১৫৭/২০০৫-২০০৬ ইং, ১৬৬/২০০৪-২০০৫ ইং, ১৬৭/২০০৪-২০০৫ ইং এর লীজ ডীড ২০১৬-২০২৬ ইং পর্যন্ত নবায়ন আবেদন করেন।
কিন্তু হাজি জমির আহমদ, আকতার কামাল গং এর লীজ বাতিলের জন্য জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি অবৈধভাবে প্রক্রিয়া শুরু করে। এরপরে লীজ গ্রহীতারা আদালতের আশ্রয় নেয়।