জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার পদুয়া ধলিবিলা সিকদার পাড়া এলাকায় সোমবার সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মোজাম্মেল (১৫) নামের এক বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হওয়ার সঙবাদ পাওয়া গেছে। সে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ওই এলাকার প্রবাসী ফজলুল হকের একমাত্র পুত্র।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানা যায, ঘটনারদিন নিহত মোজাম্মেল গাছ কাটতে গিয়েছিল। গাছ পড়ে অবৈধ একটি বিদ্যুৎ লাইল ছিড়ে যায়। তা মেরামত করতে গিয়ে অসাবধানতা বসতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহতবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান স্বজনরা। স্থানীরা আরো জানান, বিদ্যুৎ লাইনটি অবৈধ ভাবে একটি দোকানে সংযোগ ছিল। তাতেই দূর্ঘটনায় অকালমৃত্যু। তার অকাল মৃত্রুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ্েকমাত্র ছেলেকে অকালে হারিয়ে নিহত মোজাম্মেলের মা শোকে কাতর।

লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: বেলায়েত হোসেন বলেল, একজন ছেলে মারা যাওয়ার ঘটনা শুনেছি। তবে তদন্ত স্বাপেক্ষে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।