এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওতে প্রথমবারের মত জমকালোভাবে বাল্যবিবাহ ও যৌন হয়রানী বিরোধী নাটক পরিবেশিত হয়েছে।
১৮ ডিসেম্বর সকালে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মানবাধিকার সংস্থা ফ্রেভ কতৃক আয়োজিত প্রমিলা ক্রিকেট ম্যাচে উক্ত স্কুলের শিক্ষার্থীরা দুই দলে বিভক্ত হয়ে এতে অংশ নেন।
পরপরেই স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে ব্যাতিক্রমধমী এক মনোমুগ্ধকর নাটক অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কানাডা প্রবাসী মিসেস মৌরি,ফ্রেভের প্রতিষ্টাতা নিবার্হী পরিচালক ফরিদুল আলম,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুছা, ইসলামাবাদ মাষ্টার বক্তার আহমদ মড়েল স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য আবুবক্কর ছিদ্দিক বান্ডি,দিদারুল ইসলাম, ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সদস্য মুফিজুল ইসলাম মুফিসহ স্কুলের শিক্ষক,শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা। নাটক এবং প্রমিলা ক্রিকেট ম্যাচের পরে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।