চট্টগ্রামের জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন মো. শামসুল হক (৪৫) নামে এক অভিভাবক। আটক শামসুল নগরীর পাঁচলাইশ থানা এলাকার মিন্নত আলীর ছেলে।
ছেলেকে পছন্দের স্কুলে ভর্তি করানোর জন্য রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ঘুষ দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ছেলেকে স্কুলে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার তদবির নিয়ে আসেন শামসুল হক। এ সময় তিনি একটি খাম আমার দিকে এগিয়ে দেন। খামটি খুলে দেখি সেখানে নগদ ৩০ হাজার টাকা। খামটি দিয়ে ছেলেকে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।
নগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘুষ দেওয়ার সময় হাতেনাতে আটক ওই ব্যক্তিকে হাজতে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।