রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে এসব কথা বলেন তিনি। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর নানা ইস্যুতে নিয়মিত টুইট করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি তার টুইটে লিখেছেন, ‘একটি সমীক্ষা বলছে দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।