শাহেদ মিজান, সিবিএন:
জাহিদ (৩৮) নামে হোটেল সীগালের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার ভাড়াবাসা থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। মৃত জাহিদ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলতলা গ্রামের আশরাফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ দীর্ঘদিন ধরে হোটেল সী-গালে কাজ করতেন। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে হোটেল থেকে লাইটহাউজে তার ভাড়া বাসায় যান। কিন্তু রোববার ভোরে হোটেলে না যাওয়ায় কর্তৃপক্ষ তাকে কল করে। জাহিদ কল রিসিভ না করায় পরে পুলিশকে খবর দেয় তারা।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বলেন, খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় লাশ দেখতে পায়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার মুখ বাঁকানো ছিল।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।