বার্তা পরিবেশক:
কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ একটি মামলায়  জামিনে মুক্ত হওয়ার পর কালারমার ছড়ায় অাগমনে র্র্যালী ও মহান বিজয় দিবসের অালোচনা ও সভায়  চেয়ারম্যান তারেক বিনওসমান শরীফ বলেন, কারো প্রতি হিংসা ভূলে শান্তি প্রতিষ্টায় গন মানুষের কল্যাণে কাজ করুন। অামাদের একটি পরিবারকে ধ্বংশ করতে মশা মারতে কামান ব্যবহার করছেন। রাজকার পরিবার ও কিছু পুলিশকে দিয়ে উত্তর মহেশখালী সাধারন মানুষকে রক্তক্ষয়ী সংঘাতে রেখে দিয়ে নিজেরা ফায়দা লুটছেন বলে তিনি অভিযোগ করেন।
তারেক অারো বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে অর্জিত মহান বিজয়ে অাবারো শপথ হউক স্বাধীনতা বিরোধী চক্র যেন সন্ত্রাস লালন করে বিজয় দিবসের সুফল বিনষ্ট করতে না পারে।
১৬ডিসেম্বর বিকাল ৩টায়  কালারমারছড়ার শহীদ মোহাম্মদ শরীফ মাঠে কে এম ছড়া ইউপি অায়োজিত মহান বিজয় দিবসে বর্নাঢ্য র্র্যালী  সহকারে  জনতা মোটর সাইকেল নিয়ে তারেক বিন ওসমান শরীফকে বদরখালী ব্রিজ থেকে ব্যাপক শোডাউনের মাধ্যমে  বরন করেন তাদের প্রিয় নেতা তারেক বিন ওসমান শরীফকে। রাতে বিজয় দিবসের অালোচনা সভায় সভাপতিত্ব করেন কালারমারছড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি মাষ্টার বশির অাহাম্মদ, এতে অারো বক্তব্য রাখেন চকরিয়া পৌর সভার কাউন্সিলর জিয়াবুল হক, অাওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল হক বদন,অাওয়ামীলীগ নেতা অামান উল্লাহ তোতা, কৃষকলীগের নেতা গিয়াস উদ্দিন, কৃষক লীগ নেতা অাব্দুছালাম,দরাজ উল্লাহ।
উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান অাবুল কাসেম,শরীফুল ইসলাম,মোজাম্মল হক মেম্বার,অামির হোসেন,শরীফুল অালম,ইয়াছিন  অারাফাত, লিয়াকত অালী, অাকতারুজ্জামান বাবু, মোস্তাক  অাহাম্মদ,মনোয়ারা বেগম, খদিজা বেগম,নয়ন মনি, প্রবীন অাওয়ামীলীগ নেতা ছিদ্দিক অাহাম্মদ, মাওলানা  সিরাজুল ইসলাম,অাব্দুল হাকিম, মিজানুর রহমান চৌধুরী, রমিজুল  হক,অাব্দুশুক্কুর ভেট্টা, বজল অাহাম্মদ, জাকের হোসেন, রিদুয়ানুল হক প্রমুখ।