জহির খন্দকার:ঈদগড়:
 ঈদগড় রেণ্ঙধীন বাইশারী বন বিটের নজির আহাম্মদের ঘোনা নামক বনাঞ্চলে একটি বিশাল আকৃতির বন্য হাতির মৃত্যু হয়েছে।
  ১৬ ডিসেম্বর সকালে লোকজন পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে মৃত্য হাতিটি দেখতে পেয়ে। খবর পেয়ে বাইশারী বন বিট ঈদগড় রেণ্ঙ কর্মকর্তা এমদাদুল হক ঘটনাস্তল পরিদর্শন শেষে রামু থানায় একটি অপমৃত্যুর জিডি করেন।  

ঈদগড় রেণ্ঙ কর্মকর্তা এমদাদুল হক জানান, মৃত্য হাতির সুরুত হাল রিপোর্ট ও ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এখন হাতিটি মাটি চাপা দেওয়ার জন্য কাজ চলচ্ছে।মৃ ত্য হাতিটি এক নজর দেখার জন্য শত শত নারী পুরুষ ঐ এলাকায় ভীড় জমায়।