ইমাম খাইর, সিবিএন:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ৪ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী।
ইভেন্টসমূহ হলো- কুচকাওয়াজ কাবদল, কুচকাওয়াজ স্কাউট দল, কুচকাওয়াজ গার্লস গাইড/গার্লস ইন স্কাউট এবং ডিসপ্লে মাধ্যমিক।
বিজয় দিবসে জেলা প্রশাসনের অনুষ্ঠানে এবারসহ ধারাবাহিক ৭ম বারের মতো সফলতা পেলো কক্সবাজার বায়তুশ শরফ।
বিশেষ করে, ‘জয় বাংলা: বাঙালীর জয়’ ডিসপ্লে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের দর্শক গ্যালারী মাতিয়ে তুলেছে। হৃদয় ছুঁয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সজ্জিত ক্ষুদে শিক্ষার্থীদের অনবদ্য ডিসপ্লে। ১৬ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেয়া হয়।
এ সময় সংরক্ষিত আসনের নারী সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এম.এম সিরাজুল ইসলাম বলেন, এই সফলতা কারো একার নয়, পুরো স্কুলের। ধারাবাহিক সফলতার পেছনে প্রশিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতার কোন ঘাটতি ছিলনা।
তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে আমরা সপ্তম বারের মতো ঈর্ষণীয় ফলাফল করেছি। যা পুরো জেলার জন্য দৃষ্টান্ত।
সমাজসেবায় বায়তুশ শরফ স্বর্ণপদক জয়ী শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে অনেক কষ্ট করেছে। নিয়মিত প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষক মোর্শেদ কামাল বাদশার আন্তরিকতাপূর্ণ প্রশিক্ষণেই এই অর্জন। সুন্দর-সুশৃঙ্খল আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ করিম বলেন, আমরা প্রতি বছর ভাল কিছু করার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিক্ষার্থীদের কষ্টের স্বীকৃতি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
প্রশিক্ষক মোর্শেদ কামাল বাদশা দেশের প্রতিভাবান একজন কারিওগ্রাফি। তার আন্তরিকতাপূর্ণ প্রশিক্ষণ সাংস্কৃতিক অঙ্গনে বায়তুশ শরফকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম বলে মনে করে অভিভাবকরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।