মহিউদ্দিন চৌধুরীর অন্তরজুড়ে শুধুই চট্টগ্রাম ছিল বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি চট্টগ্রাম ছাড়েননি।’ শুক্রবার দুপুরে ষোলশহরের চশমা হিলে অবস্থিত প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী তাকে প্রেসিডিয়াম সদস্যও হতে বলেছিলেন, তাতে তিনি রাজি হননি। নেত্রী বারবার তাকে বলেছেন, সেই অনুরোধ তিনি রাখেননি। তার অন্তরজুড়ে শুধুই চট্টগ্রাম, তিনি এই মাটি ও মানুষকে ভালোবাসতেন।’
তিনি আরও বলেন, ‘তিনি (মহিউদ্দিন চৌধুরী) বলতেন আমার ধ্যান, জ্ঞান, স্বপ্ন সবকিছুই হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের বাইরের নেতা হওয়ার আমার কোনও স্বপ্ন নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘আজকের বাঁধভাঙা শোককাতুর মানুষের ঢল প্রমাণ করে তার প্রতি মানুষের ভালোবাসা কতটা প্রকট। তিনি যেভাবে চট্টগ্রামকে ভালোবাসেন, চট্টগ্রামের মানুষও তাকে সেই পরিমাণ ভালোবাসেন। চট্টগ্রাম মহিউদ্দিন চৌধুরীর, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের।’
মন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তবুও চট্টগ্রাম ছাড়েননি মহিউদ্দিন: ওবায়দুল কাদের
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।