শাহেদ মিজান, সিবিএন
কক্সবাজার শহরের বাহারছড়া জাম্বুর দোকানের পশ্চিমে গোল চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পর্যটক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেয়া হয়। বেলা ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।
নিহত আবু তাহের সাগর (১৯) ফেনী জেলার সোনাগাজি উপজেলার মালেকাগান্ধি এলাকার শফিউল্লাহর ছেলে।
নিহতের চাচাত ভাই নুরুদ্দীন সজীব জানান, বৃহস্পতিবার তারা ৩ জন কক্সবাজার ভ্রমণে এসে ঝাউতলার ঝাউবিথি নামের একটি আবাসিক হোটেলে উঠেন। শুক্রবার সকালে সমুদ্র সৈকত থেকে কক্সবাজার শহরে আসার সময় ওই এলাকায় ছিনতাইকারীদল তাদের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। তা প্রতিহত করতে চাইলে সাগরকে ছুরিকাঘাত করে মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান পণ্য সামগ্রী নিয়ে তারা পালিয়ে যায়। আহত সাগরকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
ওসি বলেন, ছিনতাই না মাদক সংক্রান্ত কারণে যুবকটি ছুরিকাঘাতে খুন হলো তার রহস্য জানা যায়নি। তবে খুনিদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাগরের সঙ্গে থাকা দু’বন্ধু নুরুন নবী ও নুরুদ্দিন সজীবকে থানায় আনা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।