প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে প্রদীপ প্রজ্জলন করে শ্রদ্ধা জানালো কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা। গতকাল ১৪ইং ডিসেম্বর সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়ে বক্তারা বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর নরপশুরা এ দেশের প্রগতিশীল আন্দোলনের ধারক বাহক শ্রেষ্ট সন্তানদের নৃশংস ভাবে হত্যা করে। নেতৃবৃন্দ বলেন- এখানো পাকিস্তানের সেই দোসর সহ একটি মৌলবাদী গোষ্টী স্বাধীনতা বিরোধী কুচক্রি মহলেরা আজও ষড়যন্ত্রে লিপ্ত। তাই মুক্তিযুদ্ধের চেতনার সকল দেশ প্রেমিক ও প্রগতিশীল আন্দোলনের সংগঠকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়। সভায় আরো বলেন- ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে যারা নস্যাৎ করার ষড়যন্ত্র করছে, তাদেরকে রুখে দাড়াঁতে হবে। জাতীয় পতাকাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রদীপ প্রজ্জলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল আবছার। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজান ও বীর মুক্তিযোদ্ধা রণজিত শীল এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা মনসুর উল হক, বীর মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মাইয়া রাখাইন, সেক্টর কমান্ডারস ফৌরাম মুক্তিযুদ্ধ ’৭১ এর সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।