হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কেউ হতাহত হয়নি। ১৩ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেম্বার আলহাজ্ব নুরুল হুদা জানান, লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পটির অবস্থান উত্তর-দক্ষিণ লম্বা। একেবারে দক্ষিণ পাশে বিশাল বাজার। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারের পাশেই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর হাসপাতাল। পাশে বিশ্ব খাদ্য সংস্থার অফিস। বাজারের আব্বাসের চা দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তবে আইওএম এর পানির লাইন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। ততক্ষণে রোহিঙ্গাদের ১টি বাসা এবং ২১টি দোকান পুড়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে।
খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক, টেকনাফ দমকল বাহিনী এবং টেকনাফ মডেল থানা পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।