মো. রেজাউল করিম, ঈদগাঁও:

ঈদগাঁও থেকে রহস্যজনক নোহা গাড়ীটি অবশেষে আটক হয়েছে। এর ব্যাপারে দীর্ঘদিন জনমনে এক ধরণের রহস্য ছিল। ১৩ ডিসেম্বর দুপুরে বাজারের একটি ফুলের দোকানের সম্মুখ থেকে গাড়ীটি আটক করে তদন্ত কেন্দ্র পুলিশ। জব্দকৃত গাড়ীর নং- ঢাকা মেট্রো চ- ৫১-৩৩০৩।

তদন্ত কেন্দ্র ২য় কর্মকর্তা দেবাশীষ সরকার জানান, কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জের টেলিফোনিক নির্দেশে তিনি ডিসি রোডের একটি ফুলের দোকানের সম্মুখ থেকে এটি আটক করেন। মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত বড়–য়া জানান, সন্দেহজনকভাবে গাড়ীর জব্দ করতে নির্দেশ দেয়া হয়েছে। এর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে।

জানা গেছে, গাড়ীর মালিক ঈদগাঁও দরগাহ পাড়ার জনৈক আবুল কালাম। তবে এলাকার অনেকে জানান, গরুর বাজারের গ্যারেজ, ভাদিতলাসহ বিভিন্ন অজ্ঞাত স্থানে রেখে ভাড়ার কাজে ব্যবহার করা হচ্ছিল। এর অবস্থান এবং মালিকানা নিয়ে তাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্র জানায়, গাড়ীটি ইয়াবা বহনসহ বিভিন্ন অপকর্মে ব্যবহৃত হচ্ছিল। এর ভিতরে ইয়াবা রাখার গোপন স্থানও থাকতে পারে। সুষ্ঠু তদন্ত করলে এর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।