কক্সবাজার সিটি কলেজ

কক্সবাজার

নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী ও জাতীয় বিশ^বিদ্যালয়ে বিধি মোতাবেক কক্সবাজার সিটি কলেজের  স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর জন্য বাংলা বিষয়ে সৃষ্ট পদের ৪ (চার) জন প্রভাষক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রী এবং নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অথবা ইনডেক্স নম্বরধারী আগ্রহীদের জীবন বৃত্তান্ত উল্লেখ করে সকল পরীক্ষা সনদের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট আকারে ২ কপি ছবি এবং অফেরতযোগ্য ১,০০০.০০ (একহাজার) টাকার মূল্যমানে ব্যাংক ড্রাফট সংযোজন করে নিম্ন ঠিকানায় দরখাস্ত প্রেরণের শেষ তারিখ ২৮/১২/২০১৭ ইং।

উক্ত পদটি এম.পি.ও ভূক্ত হবেনা বিধায় কলেজ তহবিল হতে বিধি মোতাবেক প্রাপ্য বেতনভাতাদি পরিশোধ করা হবে।

ক্য থিং অং

অধ্যক্ষ

কক্সবাজার সিটি কলেজ।