হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে ৯৬ জন কৃষক-কৃষাণীর মাঝে বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় কৃষক পর্যায়ে প্রদর্শনীর জন্য প্রত্যেক ব্লকে এসব বীজ দেয়া হয়েছে বলে জানা গেছে।
১২ ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রত্যেক ব্লক থেকে মনোনীত ও আগ্রহী কৃষকদের মাঝে অনানুষ্টানিকভাবে বীজ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ভুট্রা ৪০ জন, বাদাম ১০ জন, বিটি বেগুন ১০ জন, ঝাড় সীম ১০ জন, বোরো ধান ১০ জন, আলোক ফাঁদ ৬ জন, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ১০ জন। প্রত্যেক কৃষককে ৪ কেজি করে ভুট্রা বীজ, ২০ কেজি করে বাদাম, ১৬ কেজি করে ঝাড় সীম, ৮ কেজি করে বোরো ধান, ২০০ গ্রাম বিটি বেগুনের বীজ দেয়া হয়েছে।
টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, এসপিপিও কামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার শফিউল আলম কুতুবী, আনোয়ার হোসেন, সরওয়ার কাদের, শেখ জামাল উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, মোঃ জাকারিয়া জাকু, কামরুল হাসান এসময় উপস্থিত ছিলেন। ##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।