ছালাম কাকলী ॥ মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১৪ টি ল্যাপটপ চুরির ঘটনা তদন্ত করতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।

গত ৮ ই ডিসেম্বর রাতে কে বা কারা মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কক্ষের তালা কেটে ১৪ টি ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনায় বিভিন্ন জনকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। বিভিন্ন জনকে এখনো জিজ্ঞাসবাদ করা অব্যাহত রেখেছে মাতারবাড়ী ক্যাম্পের আই,সি আমিনুর রহমান। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে বাজারের ৩ নৈশ প্রহরী ও কাদের নামের ১ যুবকের বিরুদ্ধে মহেশখালী থানায় এজাহার দায়ের করেছেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক রেজা খাঁন। ঘটনা ৫ দিন অতিবাহিত হলেও চুরি হয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার না হওয়ায় এসি ল্যান্ডমহেশখালী, মাধ্যমিক শিক্ষা অফিসার মহেশখালী, মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন এবং মহেশখালী থানার ও,সি প্রদীপ দাশ এর সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত গঠন করে দিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। তদন্ত কমিটির সদস্য চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ থেকে জানতে চাইলে তিনি জানান, তদন্ত কমিটি একে অপরের সাথে সমন্বয় রেখে তদন্ত কাজ চালাচ্ছে। তদন্তে কোন ধরনের গাফেলাতি হবে না এবং ঘটনার সাথে জড়িতদের কে বের করে আইনের আওতায় আনা হবে।