বার্তা পরিবেশক : উখিয়ার কৃতি সন্তান সাইফুল্লাহ মকবুল মুর্শেদ দুলাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি এর জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাইফুল্লাহ মকবুল মুর্শেদ দুলাল উখিয়া উপজেলার ঘিলাতলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ সহচর মরহুম বি,কম আলী আহমদের একমাত্র সন্তান। ইতিপূর্বে তিনি জেলা প্রশাসক হিসাবে নোয়াখালীর ফেনিসহ বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রিয় দায়িত্ব যথাযথভাবে পালনের স্বীকৃতিস্বরুপ তিনি পদোন্নতি পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং উখিয়াবাসিসহ জেলাবাসির কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য এতদিন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরীবিক্ষণ ইউনিটের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।