সিবিএন :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবগঠিত কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না । গত ৯ ডিসেম্বর রাত ১০.৩০ মিনিটে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয় । নেতৃদ্বয় বিএনপি চেয়ারপার্সনকে নবগঠিত জেলা কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতকালে বিএনপি চেয়ারপার্সন কক্সবাজার জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন। জেলা বিএনপি নেতৃবৃন্দও সম্প্রতি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নিয়ে কক্সবাজার সফর করার জন্য কক্সবাজার বিএনপি পরিবার ও জেলাবাসীর পক্ষ থেকে চেয়ারপার্সনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহকে শক্তিশালী সংগঠন হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কাছে তুলে ধরেন।
বেগম জিয়ার সাথে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।