মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সিকদার (৩৫)।
রবিবার দিবাগত রাত ২টায় সৌদি পরিবহণের একটি বাস কুমিল্লার দাউদকান্দির সিঙ্গুলায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আমজাদসহ আরো তিনজন নিহত হয়। আহত হয় ৮ যাত্রী। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী জানান, ব্যবসায়ীক কাজে ঢাকায় গিয়েছিলেন ছোট ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সিকদার। রবিবার দিনেরে বেলায় আমজাদের সাথে মুঠোফোনে শেষ কথা হয়। আমজাদ আমাকে বলেছিল চট্টগ্রারে পৌঁছলে দেখা হলে কিছু বিষয় নিয়ে কথা বলবেন। তবে তার সাথে আর কথা হলনা। রাতেই ঢাকা থেকে ফেরার পথে দাউদকান্দিতে বাস খাদে পড়ে আমজাদ মারা যায়। সেই সাতকানিয়া উপজেলার মাদর্শার সিকদার পাড়ার মৃত নেছার আহমদ সিকদারের ছেলে। আমজাদের বন্ধু শাহ আলম জানান, আমজাদ ১ সন্তানের জনক। সেই মুরগী খাদ্যের ব্যবসার সাথে জড়িত ছিল। সোমবার রাত ৮ টায় দেওদীঘি এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, সেক্রেটারী কুতুব উদ্দিন চৌধুরী, যুবলীগের সভাপতি একেএম আসাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোরশেদ ও উপজেলা ছাত্রলীগ নেতা হারেজ মোহাম্মদ।
সাতকানিয়ার যুবলীগ নেতা আমজাদ দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।