হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

শাহপরীরদ্বীপের দুইজন মানব পাচারকারীকে ভ্রাম্যমান আদালতে ১ বছর করে সাজা প্রদান করা হয়েছে। পুলিশ তাদেরকে আটক করে।

জানা যায়, ১০ ডিসেম্বর বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হোসেন ছিদ্দিকের আদালতে শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার আব্দুস শুক্কুরের পুত্র নুর মোহাম্মদ (৫৯) এবং সিরাজ মিয়ার পুত্র আমান উল্লাহকে (৩৫) হাজির করা হয়।

তিনি আসামীদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য, একই দিন সকাল ১০টায় অস্থায়ী শাহপরীরদ্বীপ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ এসআই জসিম উদ্দিন তাদের আটক করেছিল।