আহবায়ক কমিটি গঠন আগামী শুক্রবার

এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্টালগ্নের ৭১ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ২০১৭ সালে এসএসসি পাশ করা সকল প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। দীর্ঘদিন পূর্তি উৎসব অনুষ্ঠানের নানা গুন্জন শোনা গেলেও কার্যকরভাবে কেউ এগিয়ে না আসায় এ ধরণের মহৎ উৎসব অনুষ্ঠিত হয়নি বলে জানা যায় । অবশেষে অত্র বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এ ব্যাপারে এগিয়ে আসায় উৎসব উদযাপনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৮ ডিসেম্বর বিকেলে বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত এক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে। উক্ত সভায় বিভিন্ন সালের সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। সভায় উপস্থিত সকলে এটি খুবই প্রয়োজন ও যুগোপযোগী বলে মতামত ব্যক্ত করেন। আগামী শুক্রবার বাদে জুমা উক্ত স্কুল মাঠে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ পরামর্শ ও মতামত দেয়ার আহবান জানানো হয়।