নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়ায় দূর্ধর্ষ সন্ত্রাসী আলী আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ডিসেম্বর) দুপুর ২ট টার দিকে উপজেলা মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় থেকে তাকে আটক করে পেকুয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফয়সাল উদ্দিন ও সংকলন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ। আলী আকবর একই এলাকার মৃত রোস্তম আলীর ছেলে।
পেকুয়া থানা সূত্র জানায়, আলী আকবরের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এদিকে স্থানীয়রা জানায়, মগনামার ইউপি চেয়ারম্যান নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এই আলী আকবর। মগনামা ইউনিয়নের বিপুল জমি দখলে রাখতে এ সশস্ত্র বাহিনী গড়ে তুলে চেয়ারম্যান । এ বাহিনীর দৌরাত্ম্যে মগনামা ইউনিয়নের ২০হাজার মানুষ জিম্মি ছিল। তাদের অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানিতে ঘুম হারাম হয়েছিল মগনামাবাসীর। এলাকায় ভীতি ছড়াতে প্রতি রাতে ফাকা গুলিবর্ষণ করে তারা। দূর্ধর্ষ সন্ত্রাসী আলী আকবরকে গ্রেপ্তার করায় পেকুয়া থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।