আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ কর্তৃক ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাছাই ও লেখাপড়ায় গতিশীল করার লক্ষ্যে ৫ম বারের মতো গত ৮ডিসেম্বর’১৭ইং ফাসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে অধিক ঝাকজমকপূর্ণ পরিবেশে শেখ রাসেল স্মৃতি আন্ত: ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ রাসেল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্টপোষক, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ গিয়াস উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন ফাসিয়াখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সচিব নুরুল কবির, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাষ্টার আনোয়ার হোছাইন, ইউপি প্যানেল চেয়ারম্যান-১ সাহাব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-২ মাহবুবুল আলম, ইউনিয়ন শিক্ষার মানোন্নয়ন কমিটির সদস্য সচিব মাষ্টার আহমদ কবির, ইউপি সদস্য মুজিবুল হক আজিজ, এজাহার হোসেন, অনিমেষ রঞ্জন দে, মাহমুদুল করিম, মহিউদ্দিন, নুরুল হক, নুরুল কবির, মহিলা সদস্যা শিরিন আক্তার, রোজিনা আক্তার, মুর্শিদা বেগম প্রমূখ।
এদিকে ৯ ডিসেম্বর’১৭ইং শেখ রাসেল স্মৃতি আন্তঃ ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষার (৪র্থ শ্রেণি) বৃত্তির ফলাফলে উত্তীর্ণরা হলেন; নাফিসা তাসনিম এষা-০১৭৬, মাহমুদুল করিম আসাদ-০২৩৩, নাসরিন জন্নাত উর্মি -০২৫৫, নুসরাত নেজাম আশফি -০০০২, মহিন উদ্দিন ফাহিম -০০৩০,সায়মা জন্নাত-০২৫৩,নাবিলা সোলতানা শাঁখি-০০৫৫,সিদরাতুল মোনতাহা নিদী-০০২৬, জন্নাতুল মাওয়া রিশান-০০২৭, শওকত জামিল সোহান-০১২৪,মেহেরিন ইসলাম রিম্মি-০০০১, আজিজা মিম পুষ্পা-০১৯৯, নাজমা সোলতানা শিউলি- ০২৫৬,তানজিমা জন্নাত-০২৫৭,তাছরিফুল ইসলাম তামিম-০২৪৩,তাফহিমুল জন্নাত-০২৬২,ছিদরাতুল মোনতাহা- ০০০৩,তিশা ধর-০০৩৯,সৌরভ হোসেন তাসকিন-০০৫৬,মোঃ আবদুল নোমান-০২২৭,মিফতাহুল জন্নাত-০১৩৮,উম্মে সালমা তিসা-০২৩৪,কানিজ ফাতেমা শিমু- ০২৫৪,নুর জাহান আক্তার- ০২৬১,মোহাম্মদ তাওসীন-০১২৫,দুর্জয় দে-০১৯৭,মোঃ জিয়া উদ্দিন-০২৩০,ওমর ফারুক-০২৫২,তাসমিন জন্নাত শাহিন-০২৬৮,মোহাম্মদ ইমন-০২৬৯। এবারে মোট ১৪টি সরকারী-বেসরকারী-কেজি বিদ্যালয় ও মাদরাসা হতে ২৮৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।