হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

‘সবাই মিলে গড়ব দেশ-দূর্নীতি মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। টেকনাফ উপজেলা প্রশাসন এ কর্মসুচীর আয়োজন করেন।

জানা যায়, ৯ ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন ছিদ্দিক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো আলমগীর কবির, উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধূরী, ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।