সোয়েব সাঈদ, রামু:
রামুতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবসে অনুষ্ঠানে ৫জন জয়িতা বাংলার নারীকে সংবর্ধিত করা হয়েছে। সংবর্ধিতরা হলেন, সফল জননী রুকুম রাবেয়া, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. রোমেনা হোছাইন, নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন অর্জনকারী জ্যোতি ধর, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নিরদা বড়–য়া ও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রমিতা বড়–য়া।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, নারীরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলেছে। সরকার নারীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমুখি কর্মকান্ড বাস্তবায়ন করছে।
রামু উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ জয়িতা বাংলার নারীকে ক্রেষ্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, সরকার নারীবান্ধব এবং নারী ক্ষমতায়নে কাজ করছে। যার ফলে নারীরা সফলভাবে এগিয়ে যাচ্ছে। নারী পুরুষের বৈষম্যহীন সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার অবদান জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় প্রেরণা যোগাবে।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাজান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম। অনুষ্ঠানে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, ওসি (তদন্ত) মিজানুর রহমান, প্রবীন আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, নুরুল হক, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, কলঘর আবুবকর ছিদ্দিকী বালিকা মাদরাসার সুপার মাওলানা শরিফুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রোস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদুস শুক্কুর, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তুরের হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।