মহেশখালী থেকে সংবাদদাতা:
মহেশখালী উপজেলার হোয়ানক কালাগাজির পাড়ায় গুলিতে আবু কায়সার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সে ওই এলাকার সাবেক মেম্বার জোনাব আলীর পুত্র। আজ শনিবার ভোরে প্রতিপক্ষ জালাল বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন আবু কায়সার মারা যান বলে দাবি করেছেন তার পরিবার।
নিহতের পিতা জোনাব আলী অভিযোগ করেন, তারা ভোরে প্রতিদিনের মতো ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় অতর্কিত অবস্থায় জালাল বাহিনীর সন্ত্রাসী ছৈয়দ মিয়া, রমিজ, খোরশেদ, বক্কর, আবছার, আমিনসহ ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী জোনাব আলীর বাড়িতে হামলায় চালায়। এসময় সন্ত্রাসীরা আবু কায়সারকে লক্ষ্য করে রাইফেল দিয়ে গুলি করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যায় আবু কায়সার।
সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, কি কারণে এবং কারা মেরেছে তা এখনো জানতে পারিনি। বিস্তারিত জেনে জানাচ্ছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।