আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মূল্যবান জমি জবর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। ৭ ডিসেম্বর বিকাল ৩টার দিকে উপজলোর হারবাং ষ্টেশন এলাকায় ঘটেছে এ ঘটনা। এনিয়ে মুক্তিযোদ্ধা পরিবারসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানাগেছে, হারবাং ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার মৃত জ্যোতিষ দাশের পুত্র বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ (বর্তমান ধর্মান্তরিত নাম মো: হুমায়ুন কবির) এর নামে পৈত্রিকভাবে হারবাং মৌজার হারবাং বাস ষ্টেশন এলাকায় বিএস খতিয়ান ১৫১৭ দাগ নং ৬৯৫৬,৬৯৫৭ ও ৬৯৫৮ এ প্রায় ৪৩ কানি জমি রয়েছে। তন্মধ্যে এলাকার স্থানীয় হারবাং জমিদারপাড়া গ্রামের মৃত আরফান উদ্দিন খানের পুত্র ইকবাল খান ও হারবাং মধ্যম পহরচাদা গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র মনজুরুল আলমের ভূমিদস্যু বাহিনীরা এদিন বিকেলে প্রায় ৫০ শতক জমি জবর দখলে নিতে জমি ইট-কংকর জমায়েত করে। মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের মেয়ে অভিযোগ করেন, ভূমিদস্যুরা তাদের ওই জমি জবর দখলে নেওয়ার চেষ্টা করায় তারা (জমির ওয়ারিশগন) বাদী হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা ২য় জজ আদালত,কক্সবাজারে অপর মামলা নং ৪১/০৮ দায়ের করেন। মামলায় বিজ্ঞ আদালত ৩৯ নং অর্ডার মূলে অভিযুক্ত বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কথিত ভূয়া কাগজ বানিয়ে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মূল্যবান জমি জবর দখলে মেতে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে শত শত একর জমি-জমা তাদের নামে ও পৈত্রিকভাবে থাকা সত্ত্বেও বর্তমানে হারবাংয়ের শ^াশুর বাড়ির পাশ^বর্তী একটি জরাজীর্ণ কুড়েঘরে ভাসা থাকেন। মুক্তিযোদ্ধা হুমায়ুন চট্টগ্রামের চুনতির মরহুম মাওলানা হাফেজ আহমদ (শাহ সাহেব কেবলা (র:)এর নিকট ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে তাকে একক মনে করে ভূমিদস্যুরা জুলুম নির্যাতন ও জবর দখলকাজ চালিয়ে যাচ্ছে। এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো: শিবলী নোমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখল উচ্ছেদ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে। খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।