হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফ উপজেলায় ৩৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী ল্যাপটপ বিতরন করা হয়েছে। প্রাইমারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট পিইডিপি-৩ আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাদ্দ দেয়া সরকারী ল্যাপটপগুলো বিতরণ করা হয়। এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি আনুষ্টানিকভাবে বরাদ্দ পাওয়া স্কুলগুলোর প্রধান শিক্ষকগণের হাতে ল্যাপটপ তুলে দেন। ১৩টি সরকারী প্রাইমারী স্কুলে বিদ্যুৎ সংযোগ না থাকায় ল্যাপটপ বরাদ্দ দেয়া হয়নি।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে টেকনাফ উপজেলায় ৩৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন ছিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, টেকনাফ পৌর সভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দীন। পিছিয়ে পড়া টেকনাফ উপজেলার শিক্ষার উন্নয়নে এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপির প্রশংসনীয় ভুমিকা, বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী এবং হৃীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুর রহমান। আড়ম্বরপুর্ণ এ অনুষ্টানে টেকনাফ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, সাংবাদিক, সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের অনুরোধে প্রধান অতিথি এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি তারঁ বক্তব্যে প্রাইমারী স্কুলের আসবাবপত্র তৈরীর জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ, সকল শিক্ষক-শিক্ষিকা ও সরকারী অফিসারদের নিয়ে সেন্টমার্টিনদ্বীপে পিকনিক করার আয়োজন, জরুরী ভিত্তিতে শিক্ষকের ১১১টি শুন্য পদ পূরণ, প্রাইমারী স্কুল সমুহে বাউন্ডারী ওয়াল নির্মাণ, বিদ্যুৎহীন স্কুলে শক্তিশালী সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন, দপ্তরী কাম প্রহরী নিয়োগ দেয়ার ঘোষণা দেন। অনুষ্টান পরিচালনা করেন ঝিমংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া ও টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিব উল্লাহ। অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলী আকবরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী, ত্রিপিঠক পাঠ করেন হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল বড়–য়া এবং গিতা থেকে পাঠ করেন লম্বাবিল হাজী মোঃ হোছন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা ভট্রাচার্য্য।

এবারে ল্যাপটপ বরাদ্দপ্রাপ্ত ৩৪টি স্কুল হচ্ছে হোয়াইক্যং সরকারী প্রাইমারী স্কুল, কাঞ্জরপাড়া সরকারী প্রাইমারী স্কুল, ঝিমংখালী সরকারী প্রাইমারী স্কুল, কাটাখালী সরকারী প্রাইমারী স্কুল, কেরুনতলী সরকারী প্রাইমারী স্কুল, দৈংগাকাটা সরকারী প্রাইমারী স্কুল, উলুচামরী সরকারী প্রাইমারী স্কুল, পানখালী সরকারী প্রাইমারী স্কুল, লম্বরী সরকারী প্রাইমারী স্কুল, রাজারছড়া সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল, দক্ষিণ শীলখালী সরকারী প্রাইমারী স্কুল, দক্ষিণ বড়ডেইল সরকারী প্রাইমারী স্কুল, কচ্ছপিয়া সরকারী প্রাইমারী স্কুল, আলীর ডেইল সরকারী প্রাইমারী স্কুল, জব্বারিয়া শাহীন-শরীফ সরকারী প্রাইমারী স্কুল, এমপি বদি সরকারী প্রাইমারী স্কুল, জাদিমুরা সরকারী প্রাইমারী স্কুল, জালিয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল, বড় হাবিবপাড়া সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ উত্তরপাড়া সরকারী প্রাইমারী স্কুল, কাটাবনিয়া-কচুবনিয়া সরকারী প্রাইমারী স্কুল, মায়মুনা সরকারী প্রাইমারী স্কুল, সাবরাং কমিউনিটি সেন্টার সরকারী প্রাইমারী স্কুল, উলুবনিয়া সরকারী প্রাইমারী স্কুল, হামিদিয়া সরকারী প্রাইমারী স্কুল, হাবিরছড়া সরকারী প্রাইমারী স্কুল, উঞ্চিপ্রাং সরকারী প্রাইমারী স্কুল, রোজারঘুনা সরকারী প্রাইমারী স্কুল, চান্দলীপাড়া সরকারী প্রাইমারী স্কুল, আলী আকবরপাড়া সরকারী প্রাইমারী স্কুল, নয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল, বর্ডারগার্ড সরকারী প্রাইমারী স্কুল, লম্বাবিল হাজী মোঃ হোছন সরকারী প্রাইমারী স্কুল।

বিদ্যুৎ সংযোগ না থাকায় ল্যাপটপ বরাদ্দ দেয়া সম্ভব না হওয়া ১৩টি স্কুল হচ্ছে হরিখোলা সরকারী প্রাইমারী স্কুল, লাতুরীখোলা সরকারী প্রাইমারী স্কুল, হ্নীলা বার্মিজ সরকারী প্রাইমারী স্কুল, সুফিয়া সরকারী প্রাইমারী স্কুল, লেঙ্গুরবিল সরকারী প্রাইমারী স্কুল, মহেশখালীয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল, মুন্ডারডেইল সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ সরকারী প্রাইমারী স্কুল, জিনজিরা (সেন্টমার্টিনদ্বীপ) সরকারী প্রাইমারী স্কুল, জাহাজপুরা সরকারী প্রাইমারী স্কুল, হাজামপাড়া সরকারী প্রাইমারী স্কুল, নোয়াখালীয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল।