মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
সাতকানিয়ায় প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু নতুন থানা নিয়ে গণশুনানী ও স্থান পরিদর্র্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতকানিয়া উপজেলার কালিয়াইশ সোহাগ কমিউনিটি সেন্টারে থানার নামকরণে গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে অংশ নেয়া অধিকাংশ ব্যক্তি ও জনপ্রতিনিধিরা সাঙ্গু থানা নামকরণের জন্য মতামত দেন। গণশুনানীতে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, চন্দনাইশ উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ সোলাইমান ফারুকী, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মফিজ উদ্দিন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপনকর তঞ্চঙ্গ্যা, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, বাজালিয়ার চেয়ারম্যান তাপশ দত্ত, সাংবাদিক জাহাঙ্গীর আলম, দোহাজারীর সাবেক চেয়ারম্যান আব্দল্লাহ আল নোমান বেগ, চেয়ারম্যান মনির আহমদ, চেয়ারম্যান মো. ইলিয়াছ, চেয়ারম্যান আকতার হোসেন, চেয়ারম্যান হাফেজ আহমদ, চেয়ারম্যান মোরশেদ আলম ও আ.ফ.ম মাহবুবুল হক সিকদার।
প্রস্তাবিত নতুন থানা নিয়ে গণশুনানী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।