প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার মহকুমা ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা, ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচিত কক্সবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জননেতা কমরেড ইদ্রিছ আহমদের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন এবং প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে জেলা ছাত্র ইউনিয়ন।

কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়া ও সাধারণ সম্পাদক পাভেল দাশ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু কক্সবাজার নয়; জননেতা ইদ্রিছ আহমদের মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সারাদেশের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে গভীর শূণ্যতার সৃষ্টি হয়েছে। যা কখনও পুরণ হবার নয়।