যমুনা অনলাইন:
আগাম জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের বিষয়। বুধবার দুপুরে, সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তবে আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। আগামী বছরের ডিসেম্বরে বিজয়ের মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, তাকে সাজা দেয়া হবে কিনা সেটা একান্তই আদালতের বিষয়। বিচার প্রক্রিয়া বা মামলার সাথে সরকারের কোনো সর্ম্পক নেই। ওবায়দুল কাদের বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়ে সরকারের কোনো তাড়া নেই। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেবে কমিশন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।