তথ্যপ্রযুক্তি ডেস্ক:
প্রতি মাসে ২০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই বিজ্ঞাপনদাতাদের জন্য এখন সবচেয়ে আকর্ষণের স্থান হচ্ছে ফেসবুক। ফলে বিজ্ঞাপন খাত থেকে আয় বাড়ছে ফেসবুকের। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বিজ্ঞাপন খাত থেকে ফেসবুক আয় করেছে প্রায় ৪৭০ কোটি মার্কিন ডলার (৩৭ হাজার ৬০০ কোটি টাকা)। খবর বিবিসি।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফেসবুকের আয়ের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, চলতি বছরের মোট আয়ের প্রায় ৮০ শতাংশই এসেছে বিজ্ঞাপন থেকে।

নতুন পরিকল্পনা অনুযায়ী সাইটে এখন আরও বিজ্ঞাপন দেবে ফেসবুক। এ ছাড়া কীভাবে আরও ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো যায়, তাও ভাবা হচ্ছে। বর্তমানে ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ড বৈচিত্র্যমূলক বিজ্ঞাপন দিচ্ছে। এর ফলে বিজ্ঞাপন থেকে আয় বাড়ছে ফেসবুকের।

তবে আয় বাড়ার পাশাপাশি ফেসবুকের ব্যয়ও বেড়েছে। ফেসবুক প্রায় আড়াই হাজার নতুন কর্মী নিয়োগ দিয়ে রেকর্ড গড়েছে। আর এতে গত বছরের তুলনায় এ বছর প্রতিষ্ঠানটির ৩৫ শতাংশ খরচ বেড়েছে।