এম.জিয়াবুল হক,চকরিয়া :
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয় সারাদেশের সাথে কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রানালয়ের অর্থায়নে প্রায় ৪১ লাখ টাকা ব্যায় সাপেক্ষে উপজেলা পরিষদস্থ চকরিয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে নির্মিত হচ্ছে আধুনিকমানের এই ষ্টেডিয়াম। শনিবার (২ ডিসেম্বর) বিকালে স্টেডিয়াম নির্মাণ কাজের আনুষ্ঠানিক ফলক উম্মোচন করা হয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-সভাপতি এম আর চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সুধীজন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলা মান উন্নয়নে একটি করে মিনি ষ্টেডিয়াম নির্মাণের প্রদক্ষেপ নিয়েছেন। এরই আলোকে চকরিয়া উপজেলায়ও নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম।নির্মাণে কাজে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয় অর্থায়ন করছে ৪১ লাখ টাকা।
তিনি বলেন, স্টেডিয়ামে একতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, পাবলিক টয়লেট, গ্যালারি এবং আধুনিক ফুটবল গোলপোস্ট নির্মাণ করা হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হলেই এলাকার শিশু-কিশোর ও খেলোয়াড়রা নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে পারবে।
চকরিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ফলক উম্মোচন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।