নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক। রোবববার সকাল ১১টায় কক্সবাজার জেলায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৬ তম এই বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির’ সভাপতি সংসদ সদস্য মো: একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেও, সাংসদ যথাক্রমে- রমেশ চন্দ্র সেন, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহামদ তৌফিক, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম. লুৎফুন নেছা, নাজিম উদ্দীন।
বৈঠকে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি এবং কক্সবাজারের সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবির্ক কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকের শেষ করে আওয়াম লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান।
কক্সবাজারে ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির’ বৈঠক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।