বান্দরবান সংবাদদাতা:
পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য জনসংহতি সমিতির নেতা কর্মীরা। শনিবার দুপুরে পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকে প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেয়। পরে পুরাতন রাজবাড়ীর মাঠে শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কে এস মং বলেন, সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়, সে জন্যই আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং আমাদের মিছিল সমাবেশ করতে বাধা দিচ্ছে। তিনি সরকারকে অবিলম্বে চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী জানান। এছাড়াও শান্তি চুক্তির বর্ষপূর্তি পালনে নেতা কর্মীদের সমাবেশে আসতে বাধা প্রদান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় সমাবেশে আরো বক্তব্য রাখেন জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি উচো মং,সাধারন সম্পাদক ক্য বা মং,এডভোকেট বাসিং থোয়াইসহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।