মহেশখালী প্রতিনিধিঃ

নব গঠিত কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী মহেশখালীতে ব্যাপক সংবর্ধিত। ১ ডিসেম্বর বিকাল ৩ টায় মহেশখালীর পুরাতন জেঠিঘাট থেকে মহেশখালীর কৃতি সন্তান রাজপথের বীর সৈনিক জননেতা আতা উল্লাহ বোখারী কে ৭ থেকে ৮ হাজারের উপরে সর্বস্থরের জনসাধারন ও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রিয়নেতা কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এবং আনন্দ মিছিল পরবর্তী পদসভা পৌর বিএনপির সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য, উপজেলা যুগ্ন সম্পাদক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন, পৌর বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌর নেতা শামসুল ইসলাম বাদশা, শাপলাপুর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহেশখালী উপজেলা যুবদলের সি.সহ সভাপতি মাষ্টার কবির আহমদ, জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. আলী, সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি মো. নাছিম, যুগ্ন সম্পাদক শফিউল আলম শফি, শাপলাপুর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি এরশাদ উল্লাহ, যুবনেতা আব্দুল খালেক, ছাত্রদলের উপজেলা সভাপতি রিয়াদ মোহাম্মদ আরফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, উপজেলা শ্রমিক দল সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক শাহজালাল, শাপলাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি বায়তুল্লাহ, সাবেক সভাপতি আলী আজগর লবি, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা মোহাম্মদ ইসমাঈল প্রমুখ। সভায় সম্বর্ধিত জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী বলেন, যতদিন রাজনীতি করব জনগনের ভালবাসা নিয়ে রাজনীতি করব, যতদিন রাজনীতি করব বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বুকে আকড়েঁ ধরে রাজনীতি করব।