শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার সদরের খুরুস্কুল থেকে ২১ লাখ টাকার মূল্যের অবৈধ কাঠ জব্দ করেছে র্যাব কক্সবাজার ক্যাম্ডের সদস্যরা। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে খুরুস্কুল ব্রীজ এলাকার খেলার মাঠ সংলগ্ন স্থান থেকে কাঠগুলো জব্দ করেন। ওই অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. আলী কবীর।
র্যাব কক্সবাজার ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, চোরাকারবারীরা সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিপুল পরিমাণ কাঠ খুরুসকুল ব্রীজের খেলার মাঠ সংলগ্ন এলাকায় মজুদ করে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন প্রজাতির ৩৪৬.১২ সিএটি কাঠ জব্দ করা হয়।
মেজর রুহুল আমিন বলেন, জব্দ করা কাঠের আনুমানিক মূল্য আনুমানিক ২১ লাখ টাকা। কাঠগুলেলা বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহ করে সমুদ্রগামী নৌকা তৈরির জন্য মজুদ করা হয়েছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।